তালা প্রতিনিধি : বুধবার সকালে তালা মহিলা কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির পাঠদান কার্যক্রমের উদ্বোধন ও চারতলা আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো: জাহিদুর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা এমএম কাশেম, প্রাক্তন অধ্যক্ষ মো: আব্দুর রহমান, সাইফুল ইসলাম, আওয়মী লীগনেতা শাহাবুদ্দীন বিশ^াস, সৈয়দ জুনায়েদ আকবর, সাস পরিচালক শেখ ইমান আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক গাজী আসাদুজ্জামান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত