তালা প্রতিনিধি : তালা মহিলা কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক জেলা শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৮ অক্টোবর) সকালে কলেজ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। প্রভাষক গাজী আছাদুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ কাশেম, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী। এ সময় বক্তব্য রাখেন শিক্ষক জাহিদ হাসান,নিলুফার বানু, ছাত্রী হাজিরা খাতুন,জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত