বৃহস্পতিবার সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসার প্রধানদের সাথে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা প্রশাসনের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ী, সেখ ফিরোজ আহমেদ, গাজী সাইফুল ইসলাম, মোঃ মকবুল হোসেন, অলোক কুমার তরফদার, অজয় কুমার হালদার, শেখ সজীবুদ্দৌলা প্রমুখ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় তালায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ী, সেখ ফিরোজ আহমেদ, অলোক কুমার তরফদার, অজয় কুমার হালদার, শেখ সজীবুদ্দৌলা প্রমুখ। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রী মিলে ৫২ জনকে পুরস্কৃত করা হয়।
বেসরকারি সংস্থা উওরণের বাস্তবায়নে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে মহিলাদের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা ও বাল্যবিবাহ প্রতিরোধের উপর কিশোরীদের সচেতনতামূলক সেশন ও ক্যাম্পেইন গত বুধবার অনুষ্ঠিত হয়। এ সময় ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনার উপর রচনা ও স্বাস্থ্যসম্মত পায়খানা পরিচর্যা ও বাল্যবিবাহ প্রতিরোধমূলক বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উওরণের বাস্তবায়নে শেয়ার’র অর্থায়নে ও ডব্লিউএইচএইচ’র সহযোগিতায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নুর। উত্তরণের ট্রেনিং অফিসার বিলকিস খাতুনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানসহ সকল শিক্ষকবৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কিশোরীদের শিক্ষা বান্ধব বক্তব্য রাখেন এবং উত্তরণের এই কার্যক্রম চলমান রাখার পাশাপাশি উত্তরণ ও দাতা সংস্থাকে ধন্যবাদ জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তুলতে বলেছেন। আমাদের সাতক্ষীরা ১টি উপকূলীয় এলাকা। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সাতক্ষীরার ৭৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কাছে গাছের চারা রোপণের জন্য প্রধানমন্ত্রীর পক্ষে উপহার পাঠাচ্ছেন আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। গত বুধবার উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ কার্যলয়ে শতাধিক গাছের চারা প্রদান করেন তিনি। খলিলনগর ইউপি চেয়ারম্যান, সকল মেম্বর, সচিব, গ্রাম পুলিশদের জন্য গাছের চারা প্রদান করেছেন তিনি। শতাধিক গাছের চারা গ্রহণ করেন খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুসহ, মেম্বর, সচিব, গ্রাম পুলিশের সদস্যরা।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় তালার পলি রানী ঘোষ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। তিনি তালা সদর ইউনিয়নের ৯২নং জেয়ালা পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং জেয়ালা গ্রামের প্রণব ঘোষের স্ত্রী। পলি রানী ঘোষ ইংরেজিতে বি.এ (অনার্স) সহ এম.এ পাস। তিনি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ডিপিএড প্রশিক্ষণে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীন করিমী স্বাক্ষরিত বৃহস্পতিবার এক চিঠির মাধ্যমে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
কমিটি দেওয়াকে কেন্দ্র করে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদের উপর হামলান অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালার ত্রিশমাইল সংগ্রাম রাইচ মিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আবুল কালাম আজাদ বর্তমানে তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে উপজেলার জালালপুর ইউনিয়নের নেহালপুর এলাকার বাসিন্দা।
আবুল কালাম আজাদ জানান, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের মামলায় হাজিরার দিন থাকায় আদালত থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ত্রিশমাইল এলাকায় সংগ্রাম রাইচ মিল এলাকায় পৌছালে উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য আঃ আলীমের নেতৃত্বে পাটকেলঘাটা এলাকার ইয়ারুল, শফি, রফিক, মজিদসহ আরও কয়েকজ মিলে আমার মোটর সাইকেলের গতি রোধ করে আমাকে লোহার রড ও লাটিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। নগদ প্রায় ২০ হাজার টাকাও ছিনিয়ে নেয় তারা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত