॥ বিশ্ব হাত ধোয়া দিবসে র্যালি ও আলোচনা সভা ॥
“আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২৩ ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক, উত্তরণ, মুক্তি ফাউন্ডেশনসহ কয়েকটি এনজিও’র সহযোগিতায় সোমবার সকালে উপ-শহরে র্যালি রেব হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন।
॥ খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা ॥
উপজেলার খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সমাবেশ ও আলোচনা সভা গত রোববার বিকালে ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন কুমার রায়। খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রনয় কবিরাজ নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার। ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার সাব্বির হোসনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারদীন এহসান দ্বীপ।
॥ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কমিটি গঠন ॥
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সাতক্ষীরা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গত রোববার সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাটকেলঘাটাস্থ সাতক্ষীরা শাখা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সভাপতিত্ব করেন অধ্যাপক প্রশান্ত রায়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শাখা সম্মেলনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে প্রফেসর আব্দুল হামিদকে সভাপতি ও সৈয়দ জুনায়েদ আকবর কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
॥ বিশ্ব ডিম দিবস পালন ॥
প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার সারা বিশ্বে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত রোববার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় উন্নয়ন প্রচেষ্টা তালার দেওয়ানিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব ডিম দিবস পালন করে। এ সময় সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম। সমন্বিত কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা নয়ন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সঞ্জয় বিশ্বাস।