
তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার শেখ নেছার উদ্দীন (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তালা সদরের খাজরা গ্রামের শেখ শহর আলীর পুত্র। সোমবার (২৭ নভেম্বর) ভোরে নিজ বাড়িতে হার্ট এ্যাটাকে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি বৃদ্ধ পিতা, স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাজ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।