জন্মভূমি রিপোর্ট : খুলনায় আজ থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী কম্পিউটার মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করার পর সর্বপ্রথম খুলনায় আয়োজিত স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো। বাংলাদেশ কম্পিউটার সমিতি এর আয়োজন করে। আগামী ২৫মে শেষ হবে এই মেলা। মেলায় ৩২টি স্টল অংশ নিচ্ছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। আজ মঙ্গলবার সকাল ১০টায় খুলনা প্রেস ক্লাবে ব্যাংকুয়েট হলে উদ্বোধন করা হবে।
মেলায় স্পন্সর হিসেবে রয়েছে টিপি লিঙ্ক-এক্সেল, ডেন্ডা-সাউথ কম্পিউটার্স এবং গোল্ড স্পন্সর কম্পিউটার সিটি টেকনোলজি, ডিস্ট্রিবিউশন হাব, গোল্ডেন ট্রিড ইন্টারন্যাশনাল বিডি, সিডনি সান ইন্টারন্যাশনাল ও ওয়ালটন, এক্সপোর সিলভার স্পন্সর সি অ্যান্ড সি ট্রেড ইন্টারন্যাশনাল, কম্পিউটার সল্যিউশন ইঙ্ক, ইস্টার্ন আইটি, মিজান ট্রেড, নিউ আরয়ানা সিস্টেম, নেক্সজেন সল্যিউশন লিমিটেড, রাসা টেকনোলজিস, রায়ান্স ইউসিসি। ইন্টারনেট পার্টনার হিসেবে রয়েছে আইস্মার্ট।
এই মেলা সফল করার লক্ষে সোমবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো’র আহবায়ক ও বাংলাদেশ কম্পিউটার সমিতির ভাইস চেয়ারম্যান শেখ শাহিদুল হক সোহেল। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মেড ইন বাংলাদেশ স্লোগানকে বাস্তবায়ন করার জন্য সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করে যাচ্ছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত