জন্মভূমি ডেস্ক : ছাত্র জনতার গণঅভ্যুত্থান এবং আমাদের ভাবনা এমন একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিছুদিন আগে পিনাকি ভট্টাচার্য উপস্থিত হয়েছিলেন। উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন যদি এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা না হয়, এর চেয়ে কষ্টের আর কি আছে, হাজার হাজার বাচ্চা, এই স্বাধীনতায় রক্ত দিয়েছে,বিপ্লব সফল করেছে, আমরা ভেবেছিলাম এই স্বাধীনতা আমরা উপভোগ করব আমরা শান্তিতে ঘুমাবো আমরা রেস্ট নিব আমরা পারলাম না।
তিন মাসের মধ্যে আমাদের স্বপ্ন উধাও হয়ে গেল এবং আমাদের ওই যাওয়ার রাস্তায় বজ্রপাত ডেকে আনলো।
তিনি বলেন বাংলাদেশকে পাকিস্তানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিলেন শেখ মুজিবুর রহমান, সেই শেখ মুজিব স্বাধীনতার পরে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করল। সেই শেখ মুজিবের দল আমাদেরকে বিগত ১৫ বছর ফেসিস্ট শাসনের অধীনে রাখল।
তিনি এখানে মীরজাফরের মিল খুঁজে পাওয়ার প্রশ্ন রাখেন, তিনি আরো বলেন আমি আমার দেশকে রক্ষা করব, আমার যতদিন জীবন আছে দেশের কোন সর্বনাশ আমি হতে দিব না পরিশেষে তিনি বলেন ইনকিলাব জিন্দাবাদ।