
বিজ্ঞপ্তি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসন তথা (দাকোপ-বটিয়াঘাটা) উপজেলার সংসদীয় এলাকায় বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যকরি কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল উদ্দিনের পক্ষে দলীয় মনোনয়নের দাবীতে দাকোপের ৭নং তিলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৫ টায় বটবুনিয়া বাজার তিলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক নিত্যরঞ্জন কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি শেখ হাদিউজ্জামান হাদী। বিশেষ অতিথি ছিলেন বাজুয়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর্জা সাইফুল ইসলাম টুটুল, চালনা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়া, আজগর হোসেন ছাব্বির, প্রবীর মন্ডল, নিহার রঞ্জন সরকার, তন্ময় সরকার, প্রধান শিক্ষক জি এম সেলিম রেজা, মোশারফ হোসেন বিশ^াস (খোকন), দীনবন্ধু সরকার, সুরত গোলদার, সুকুমার রায়, ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাদিউজ্জামান অরেঞ্জ, সুমন মন্ডল, কৃষ্ণপদ বালা, গনেশ রায় প্রমুখ। নেতৃবৃন্দরা সভার পূর্বে বটবুনিয়া বাজার ও তিলডাঙ্গায় জনসমুখে পথসভার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী নানা উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং এ উন্নয়ননের ধারা অব্যহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট বিপ্লব ঘটিয়ে আবারও শেখ হাসিনার সরকারকে রাষ্ট্রিয় ক্ষমতায় আনার বিনম্র আহবান জানান।