জন্মভূমি ডেস্ক : লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার তিস্তা নদীর চর থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আজ সকালে একই স্থান থেকে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে উত্তর সিকিমের বাধ ভাঙায় ভারতে নিখোঁজ ব্যক্তিদের মরদেহ পানিতে ভেসে এসেছে।
মরদেহ দু’টি সদর হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার তিস্তা নদীতে মাছ ধরতে যান। পরে সন্ধ্যায় এক যুবকের মরদেহ ধান খেতে পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে রাতেই মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। একই এলাকায় শুক্রবার সকাল ৯টার দিকে আরও এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দু’জনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, গত রাতে তিস্তা নদী তীরে এক যুবকের মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই স্থান থেকে আজ শুক্রবার সকালে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা ভারতের নাগরিক। মরদেহ পানির স্রোতে ভেসে এসেছে। স্থানীয় জনগণ মাছ ধরতে গিয়ে মরদেহ দেখে থানায় খবর দেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত