চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ফের শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। গত পাঁচদিন ধরে এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। শুক্রবার বিকাল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, গত সোমবার চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পরদিন মঙ্গলবার ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ৩৮ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার বিকাল ৩টায় ৪০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া কর্মকর্তা জানান, টানা ৫ দিন চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে প্রচুর ঘাম হচ্ছে এবং গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। ধারণা করা হচ্ছে, আগামী এক সপ্তাহ জেলার তাপমাত্রা ৩৮ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে।