
জন্মভূমি ডেস্ক : দক্ষিণ ইউরোপজুড়ে চলছে তীব্র দাবদাহ। এমন অবস্থায় এই অঞ্চলের দেশগুলো গরমের সতর্কতা আরও বাড়িয়েছেন। প্রচণ্ড গরমে বিভিন্ন শহরের প্রশাসন নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
ইতালির স্বাস্থ্য কর্মকর্তারা তাপ সতর্কতা আরও বাড়িয়েছেন। কারণ সোমবার দক্ষিণ ইউরোপে তীব্র গরম একটি সপ্তাহ শুরু হয়। পর্যটকের চাপে থাকা ওই মহাদেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। খবর ভয়েস অব আমেরিকার
সার্বেরাস নামের একটি উচ্চচাপসম্পন্ন অ্যান্টি সাইক্লোনের কারণে এই হিট ওয়েভ দেখা দেয়। গ্রিক পৌরাণিক কাহিনী অনুযায়ী, সার্বেরাস বহু মাথাওয়ালা একটি কুকুর যেটি গ্রিক পৌরাণিক কাহিনীতে আন্ডারওয়ার্ল্ডের দরোজা রক্ষা করে।
রোমের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট দেখা গিয়েছিল। কারণ এয়ার কন্ডিশনের ব্যাপক চাহিদার কারণে বৈদ্যুতিক গ্রিডগুলোতে পর্যাপ্ত বিদ্যুৎ ছিল না। লোকজন গরম থেকে বাঁচতে এয়ার কন্ডিশন বেশি ব্যবহার করছিল। ইতালির খামার লবি কোল্ডিরেটি ইতিমধ্যে গৃহপালিত পশু এবং খামারের পশুদের দুর্দশার বিষয়ে সতর্কতা জারি করেছে। তারা উল্লেখ করেছে, গরমের ফলে গাভীগুলো প্রায় ১০ শতাংশ কম দুগ্ধ উৎপাদন করছে।
অন্যদিকে স্পেনে লা পালমার ক্যানারি দ্বীপে শনিবার থেকে শুরু হওয়া একটি দাবানল সোমবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে কর্তৃপক্ষ বলেছে, দুর্বল বাতাস এবং এই অঞ্চলের তাপমাত্রা দমকল কর্মীদেরকে এটি মোকাবিলায় সহায়তা করছে। আগুনে প্রায় ৪ হাজার ৬০০ হেক্টর (১১ হাজার ৩০০ একর) জমি এবং প্রায় ২০টি বাড়ি ও ভবন পুড়ে গেছে। জমির বেশিরভাগই পাহাড়ি জঙ্গল।
শনিবার ৪ হাজারের বেশি বাসিন্দাকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছিল। তবে রবিবার দিনের শেষের দিকে তাদেরকে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়।
মুখপাত্র রুবেন ডেল ক্যাম্পো বলেছেন, অ্যান্টিসাইক্লোন আফ্রিকা থেকে তাপপ্রবাহকে স্পেন এবং অন্যান্য ভূমধ্যসাগরীয় দেশগুলোর দিকে ঠেলে দিচ্ছে। সংস্থাটি ভবিষ্যদ্বাণী করেছে যে তাপ এবং অতি শুষ্ক বাতাসের জন্য দাবানলের ঝুঁকি অনেক বাড়বে।