
জন্মভূমি ডেস্ক : নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া ‘তৃণমূল বিএনপি’র হাল ধরলেন প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে ব্যারিস্টার অন্তরা সেলিমা হুদা। আগামী বছর কাউন্সিল না হওয়া পর্যন্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাবেন তিনি।
শনিবার দুপুরে গুলশানে শাইনপুকুর স্যুটের সিগনেচার হলে এক সংবাদ সম্মেলনে নাজমুল হুদার স্ত্রী তৃণমূল বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট সিগমা হুদা দলের এই সিদ্ধান্তের কথা জানান।
সিগমা হুদা বলেন, ব্যারিস্টার নাজমুল হুদার চিন্তা-চেতনা এবং আদর্শ ধারণ ও বহন করেন এমন ব্যক্তিত্বকে দলীয় নেতৃত্বে আনার লক্ষ্যে গতকাল তৃণমূল বিএনপির সাধারণ সভায় দলের মরহুম চেয়ারম্যানের বড় কন্যা অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে।
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত হয়েছে। সারা দেশে সদস্য সংগ্রহ অভিযান ও পার্টি ফান্ড এবং নির্বাচনি ফান্ড সংগ্রহ করা হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০টি আসনে প্রার্থী দেয়ার পরিকল্পনা ধরে এগোচ্ছেন তারা।
দায়িত্ব পেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা সেলিমা হুদা বক্তব্যের শুরুতে বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেন কাজ করতে পারি, এজন্য দেশবাসীর কাছে সহযোগিতা ও দোয়া চাই।