ডেস্ক নিউজ : বকেয়া বেতন না পাওয়ায় গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সোমবার (১১ নভেম্বর) পর্যন্ত ৪৮ ঘণ্টায়ও তারা রাস্তা ছাড়েনি। এর আগে শনিবার সকাল থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেন এবং মহাসড়কটি বন্ধ করে দেন।
এটি তাদের তৃতীয় দিনের বিক্ষোভ। তারা দাবি করছেন— গত তিন মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিল, তবে তা এখনো বাস্তবায়িত হয়নি।
মহাসড়ক অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই ট্রেন বা আঞ্চলিক সড়ক ব্যবহার করছেন।
শ্রমিকরা সড়কে বসে আছেন, কিছু শ্রমিক স্লোগান দিচ্ছেন এবং যানবাহন আটকানোর চেষ্টা করছেন। বেশিরভাগ শ্রমিকদের হাতে লাঠিসোঁটা রয়েছে। পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
অবরোধে অংশ নেওয়া হাবিবুর রহমান নামের এক শ্রমিক বলেন, ‘ঘরভাড়া দিতে পারছিনে দুই মাস ধরে। যেখানে ভাড়া থাহি, পাশের একটি দোকান থেকে বাকি খাচ্ছি; তাকেও টাকা দিতে পারছিনে। প্রতিদিন দোকানের সামনে দিয়ে এলেই বাকি টাকাডা চাচ্ছে। অথচ আমাদের বেতন দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়েই রাস্তায় নামতে হইছে।’
শহিদুল ইসলাম নামের আরেক শ্রমিক বলেন, যতক্ষণ বেতন না পাচ্ছেন, ততক্ষণ রাস্তা থেকে সরবেন না। বেতন নিয়েই বাড়ি ফিরবেন। বেতন আদায় করতে রাস্তা বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, বারবার মালিকপক্ষকে সময় দেওয়া হয়েছে, কিন্তু তারা বেতন পরিশোধে ব্যর্থ হয়েছে। শ্রমিকরা এখন আমাদের কথা বিশ্বাস করছে না। তারা মহাসড়ক বন্ধ করে মালিকপক্ষের ওপর চাপ তৈরি করতে চায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। কোনো যানবাহন চলাচল করতে পারছে না। ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত