
ক্রীড়া প্রতিবেদক : জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে তৃতীয় বিভাগ ফুটবল লীগের উদ্বোধনী ম্যাচ ১-১ গোলে অমিমাংসীতভাবে শেষ হয়েছে। মঙ্গলবার নগরীর আড়ংঘাটা থানার শলুয়া পুর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেল অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচ মুখোমুখি হয় বয়রা তরুন সংঘ ও শহীদ মুনসুর স্মৃতি সংসদ। বয়রা তরুন সংঘের পক্ষে গোল করেন ৮নং জার্সি পরিহিত খেলোয়াড় জয় এবং শহীদ মুনসুর স্মৃতির পক্ষে গোল করেন ৮নং জার্সি পরিহিত খেলোয়াড় মাহিন খান। খেলায় রেফারী ছিলেন সিদ্ধার্থ সরকার, আবু বক্কর, তৌকির আহমেদ ও সুবীর বকসী।
এর আগে প্রধান অতিথি হিসেবে লীগের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো. ইউসুফ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. বকতিয়ার রহমান গাজী ও শলুয়া পুর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রীতেশ রঞ্জন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আনোয়ার হোসেন, এডিসি উত্তর, ওসি আড়ংঘাটা, কাউন্সিলর হাসান ইফতেখার চালু, কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহমেদ রফিক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. মনিরুজ্জামান মহসীন ও শেখ হেমায়েতউল্লাহ, শেখ আলাউদ্দিন নাসিম, এডভোকেট তারিক মাহমুদ তারা, এডভোকেট মো. এনামুল হক, এডভোকেট কে এম ইকবাল হোসেন, এডভোকেট এম এম সাজ্জাদ আলী, কামাল হোসেন, মনির শেখ, রমেশ মল্লিক, রামপ্রসাদ জোর্দ্দার, আদ্রিত্য মন্ডলসহ এলাকার হাজার-হাজার দর্শক। আজ বুধবার বিকেল ৪টায় মুখোমুখি হবে টিম মহেশ্বরপাশা ও খালিশপুর ফুটবল একাডেমি।