ক্রীড়া প্রতিবেদক : খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত তৃতীয় বিভাগ ফুটবল লীগে রেলিগেশন ফোরে অনুষ্ঠিত এসবিআলী স্মৃতি সংসদ ও টিম মহেশ্বরপাশার মধ্যেকার খেলাটি ১-১ গোলে অমিমাংসীতভাবে শেষ হয়েছে।
মঙ্গলবার রেলিগেশন ফোরে নগরীর আড়ংঘাটা থানাধিন শলুয়া পুর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচ মুখোমুখি হয় এ দু’দল। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমন-পাল্টা আক্রমন করতে থাকে। তবে আক্রমনে কিছুটা এগিয়ে থাকে এসবিআলী স্মৃতি সংসদ। খেলার ৩ মিনিটে দলের ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় সুজন গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় (১-০)। এগিয়ে থেকে বিরতীতে যায় তারা। বিরতীতে থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে টিম মহেশ্বরপাশা। একের পর এক আক্রমন করতে থাকে তারা। দলের আক্রমন ভাগের খেলোয়াড়রা বেশ কিছু গোল মিস করার কারণে গোল পরিশোধে ১৩ মিনিট অপেক্ষা করতে হয়েছে তাদের। এসময় দলের ৫নং জার্সি পরিহিত খেলোয়াড় আহসান হাবিব গোল করে খেলায় সমতা আনে (১-১)। খেলার বাকি সময়ে উভয় দলের আক্রমন ভাগের খেলোয়াড়রা বেশ কিছু গোল মিস করার কারণে গোল বঞ্চিত থেকে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। খেলায় রেফারী ছিলেন মনির ঢালী, ওয়াহিদুজ্জামান অপুর্ব মল্লিক ও নিলয়।
আজ বুধবার সুপার ফোরের দু’টি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলায় বিকেল ৩টায় মুখোমুখি হবে শহীদ মুনসুর স্মৃতি সংসদ বনাম সামছুর রহমান স্মৃতি ফুটবল একাডেমি। দ্বিতীয় ম্যাচে বিকেল সাড়ে ৪টায় প্রতিদ্বন্দ্বিতা করবে ইয়ং সান স্পোর্টিং ক্লাব ও খালিশপুর ফুটবল একাডেমি। মাঠের সার্বিক দায়িত্বে ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. ইউসুফ আলী।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত