
তেরখাদা প্রতিনিধিঃ গত ৯ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে তেরখাদা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, খুলনা-০৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, তেরখাদা থানার ওসি সরদার মোশাররফ হোসেন, চিত্রা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান আকন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, পল্লী বিদ্যুতের এজিএম বিদ্যুৎ মল্লিক,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা, ইউপি চেয়ারম্যান যথাক্রমে কে এম আলমগীর হোসেন,কৃষ্ণ মেনন রায়, শেখ মোঃ মোহসীন ও মোঃ বুলবুল আহমেদ, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।