
জন্মভূমি রিপোর্ট : খুলনা-৪ আসন (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের আওয়মী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. রিজভী আলম তেরখাদার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে প্রচার পত্র বিতরণ করেন।
সোমবার দিনব্যাপী আটলিয়া, আদমপুর, হাড়িখালী, মল্লিকপুর, বারাসাত, বরইতলা বাজার, হরিদাসবাটি, পানতিতা, জয়সোনা, কাটেংগা, রামমাঝি ও পারোখালী বাজারে গনসংযোগ করেন ও আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন মূলক কর্মকান্ডের প্রচার পত্র বিতরণ করেছেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক , বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক সম্পাদক , ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা খুলনা-৪ (রূপসা -তেরখাদা- দিঘলিয়া) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ রেজভী আলম রিজভী ।
রেজভী আলম স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড করেন।
এসময় তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ খায়ের শেখ, মধুপুর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দীন ইসলাম সরদার, দাইন শেখ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন , পরিমল মল্লিক, দিঘলিয়ার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক খাজা শেখ, ইউ পি সদস্য আরিফ মল্লিক, ইউপি সদস্য কামরুল ইসলাম, ইউপি সদস্য আবু সুফিয়ান, ইউপি সদস্য মোঃ রিপন শেখ, ইউ পি সদস্য সরফরাজ শিকদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।