
জন্মভূমি রিপোর্ট : তেরখাদা উপজেলার পূর্ব কাটেংগা গ্রাম হতে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মেজবাহ উদ্দিন ওরফে মুসা (৩১) নামে একজন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টার মধ্যে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম তাকে গ্রেফতার করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, তেরখাদায় অস্ত্র ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান চলাকালে পূর্ব কাটেংগা গ্রামের একটি বাগানের সামনের সড়ক হতে মুসাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকসহ অন্যান্য অপরাধের অভিযোগে আরও চারটি মামলা রয়েছে। সে ওই গ্রামের জনৈক মোঃ হেদায়েত উল্লাহর ছেলে। আসামিকে আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত