
তেরখাদা প্রতিনিধি : তেরখাদায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা উপলক্ষে সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে কক্ষ প্রত্যাবেক্ষকদের প্রশিক্ষণ হয়েছে। সরকারি ইখড়ি কাটেঙ্গা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ের হলরুমে বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আজিজুর রহমান কদরের পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, প্রধান শিক্ষক শরাফত হোসেন দিপু, হোসনে আরা চম্পা ও ইকরাম হোসেন জমাদদার, সুপার মাওলানা মাহবুবুর রহমান, খান লিয়াকত আলী ও আব্দুর রহিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।