
তেরখাদা প্রতিনিধি : উপজেলা সদরের ঐতিহ্যবাহী কাটেঙ্গা বাজার বণিক সমিতির আয়োজনে এক সভা গত ১৯ জুন বাদ মাগরিব কাটেঙ্গা বাজার স্বর্ণ গলিতে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বণিক সমিতির সহ-সভাপতি এফ এম মুজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন ওসি তদন্ত দেবাশীষ দাস, তেরখাদা ইউনিয়নের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান ও তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। বক্তব্য রাখেন মোঃ আসাদুজ্জামান ফুলমিয়া, মোল্যা হেমায়েত উদ্দিন, মোল্যা জাহিদুল ইসলাম। পরিচালনা করেন বণিক সমিতির সেক্রেটারি মোঃ গোলাম মোস্তফা ভুট্টো। সভায় আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।