তেরখাদা প্রতিনিধিঃ উপজেলার তেরখাদা ইউনিয়নের অর্জুনা বলর্দ্বনা গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের এক বাক প্রতিবন্ধী মেয়েকে(২৫) অপহরণের পর গণধর্ষণ ও ডাকাতির ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গত ১৮ আগস্ট সকাল ১১টার দিকে তেরখাদা সদরে তেরখাদা-খুলনা সড়কের উপর শত শত ছাত্র জনতা মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ছাত্রজনতা তেরখাদা থানার ওসির প্রত্যাহার দাবি করেন। মানববন্ধন চলাকালে ছাত্রজনতা বলেন, গত ২ আগস্ট অর্জুনা বলর্দ্বনা গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের কেশব লাল মল্লিকের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে এবং তার কন্যাকে অপহরল করে গণ ধর্ষণ করা হলেও আসামী গ্রেফতার করা হয়নি। গত ১৫ আগস্ট ছাত্রজনতা ভিকটিম ও তার পিতাকে থানায় এনে মামলা দায়ের করেন। ছাত্রজনতা বলেন, আগামী ৪৮ঘন্টার মধ্যে ধর্ষণ মামলার আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।তেরখাদা থানার ওসির প্রত্যাহার দাবি করে বলে তারা বলেন ওসিকে প্রত্যাহার করা না হলে ১৯ আগস্ট থেকে অবস্থান কর্মসূচি পালন করবে তারা। ছাত্রজনতা বলেন, গত ২ আগস্ট রাতে কতিপয় অস্ত্রধারী অর্জুনা বলর্দ্বনা গ্রামের কেশব লাল মল্লিকের ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ ৬ লাখ ৯২হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং পরে তার কন্যাকে অস্ত্রের মুখে জিম্মি করে পাশের একটি বাগানে নিয়ে গণধর্ষণ করে। পরে ছাত্র জনতার সহযোগিতায় কেশব লাল মল্লিক বলর্দ্বনা গ্রামের ইউপি সদস্য মোঃ লায়েব শেখের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩জনের বিরূদ্ধে মামলা দায়ের করে। মামলা নং-০১/৯৭, তাং-১৫/০৮/২০২৪ইং। এ ব্যাপারে ছাত্র নেতা মোঃ রুহুল কুদ্দুস বিদ্যুত বলেন, ধর্ষকদের অবিলম্বে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, দায়িত্বে অবহেলা করলে ছাত্রজনতা অবস্থান কর্মসূচি পালন করবে। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন বলেন, আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।