
তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলা সদরের গুজিমারি বিলে এ ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। বারাসাত ইউনিয়নের ইখড়ি গ্রামের যুবকরা এ ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। এ ঘোড়ার দৌড় প্রতিযোগিতাকে ঘিরে আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ জড়ো হয় গুজিমারি বিলে। ঘোড়ার দৌড় দেখতে আসা ইলিয়াস হোসেন বলেন, দীর্ঘদিন পর বিনোদনের জন্য ঘোড়ার দৌড় দেখতে এসেছি। এখন সাধারণত গ্রামাঞ্চলে কোনো বিনোদনের ব্যবস্থা নেই। এ ছাড়া গ্রামাঞ্চলের নারী-পুরুষ সবাই মিলে ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করছেন। ঘোড়ার দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে আসা পার্শ্ববর্তী মোল্লাহাট উপজেলার কবির শেখ জানান, আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে এসেছি। শান্তিপূর্ণ পরিবেশে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা উপভোগ করেছি। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, জেলা আ’লীগ নেতা শিউলি সরোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: শারাফাত হোসেন মুক্তি,উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফএম ওয়াহিদুজ্জাম, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কেএম আলমগীর হোসেন, নগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, তেরখাদা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ, সমাজ সেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, থানার ওসি তদন্ত দেবাশীষ দাস, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, বিধান চন্দ্র রায়, আ’লীগ নেতা শেখ জনাব আলী, শেখ রাজা মিয়া,শেখ তোফায়েল আহমেদ, কৃষক লীগ নেতা এস এম নাজমুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ মোঃ আনিসুল হক, খান ফরহাদুজ্জামান সুমন, শ্রমিক লীগ নেতা জিল্লুর রহমান নান্নু, ছাত্রলীগ নেতা শেখ হোসাইন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে ১৮টি ঘোড়া অংশ নেয়। এর মধ্যে বিজয়ী হন বটিয়াঘাটার উপজেলার টাইগার প্রথম, যশোরের অভয়নগর উপজেলার মরিয়াম বেগম দ্বিতীয়,নড়াইলের তুফান তৃতীয় ও যশোরের জাবের চতুর্থ স্থান।