
তেরখাদা প্রতিনিধি : উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক কর্মশালা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হুসাইন শতকত। কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম ও উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোহসীন, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ ও ছাগলাদাহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ উজ্জ্বল শেখ, সৈয়দ তালহা আশরাফ। উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় ৬ইউনিয়নের সচিব, গ্রাম পুলিশ এবং সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন। জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোঃ মোহসীনকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পৃরষ্কৃত করা হয়।