তেরখাদা প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্নীতি প্রতিরোধকল্পে এক র্যালি, মানববন্ধন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা চিত্রা মহিলা ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেনি-পেশার লোকদের নিয়ে তেরখাদা-খুলনা সড়কের উপর মানববন্ধন এবং র্যালি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে চিত্রা মহিলা কলেজের শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্যা শাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক যথাক্রমে অশোক কুমার বাইন, কে এম আলী এহসান ও বিষ্ণুপদ বিশ্বাস, মোঃ সাহাবুদ্দিন বদির, মোঃ রবিউল ইসলাম, প্রভাষক প্রণব কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক কাজী আকরাম হোসেন, প্রভাষক জয়নাব বেগম। এর আগে শিক্ষার্থীদের মধ্যে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সভা পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম মফিজুল ইসলাম জুম্মান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত