
তেরখাদা প্রতিনিধি : তেরখাদায় নাগরিক উদ্যোগের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্ন্তভুক্তি বিষয়ক মতবিনিময় সভা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইসচেয়ারম্যান নাজমা খান, মোঃ শরিফুল ইসলাম, নাজমুল হক, মোঃ জাকির হোসেন, সাহেলা সুলতানা ও মোঃ রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাস। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জয়দেব দাস, কিশোর কুমার, প্রসেনজিৎ মদ্দম, প্রান্ত বিশ্বাস, রমেশ রায়, সুনিতা রানী দাস।