তেরখাদা প্রতিনিধি : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার বেলা ১১টার দিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা মূলক কর্মসূচি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিলো, “জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উপ-পরিচালক রেবেকা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস। সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার, খুলনা মোঃ মোকলেছুর রহমান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত