
তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলায় “তেরখাদা পাক হানাদার মুক্ত দিবস” উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। ২ ডিসেম্বর সকাল ১১টার দিকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে এক র্যালি শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা অবঃ বিভাগীয় কমিশনার মোঃ গাউস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোল্যা লিয়াকত আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনেয়ারা চম্পা, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি। পরে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

