
তেরখাদা প্রতিনিধি : বাংলাদেশ বেতারের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল দে বসাক, একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। অনুষ্ঠানে এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।