
তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন দপ্তরের অফিসার, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে এক র্যালি বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, মোঃ কেরামত আলী, লিডাম পাল বালা, ইউপি মেম্বার পাখি রাণী বিশ্বাস। সভায় বিভিন্ন দপ্তরের অফিসার, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা।