
তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ পালিত হয়েছে। বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো, “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত”। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা, হাত ধোয়া প্রর্দশনী এবং পরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার। সভায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা-০৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি ও তেরখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কপিল দে বসাক, উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা সুজন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ,তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আনতাছির রহমান, এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পাল বালা ও মরিয়ম বেগম। পরে হাত ধোয়া প্রর্দশন করেন মরিয়ম বেগম।