তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপিত হয়। এ দিনে উপজেলা প্রশাসন, বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ব্যাপক অনুষ্ঠান মালার আয়োজন করে। প্রত্যুষে ২১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা শুরু হয়। সকাল ৯টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন শেষে উপজেলা পরিষদের চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজ্ আঁখি শেখ, থানার ওসি মেহেদী হাসান ও সমাজসেবা কর্মকর্তা শেখ মনিরুজ্জামান। বক্তৃতা করেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কাওসার আলী, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের ও বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাস্টার হাফিজুর রহমান। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের চত্ত্বরে পিঠা উৎসব এবং বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত