তেরখাদা প্রতিনিধি : উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় এর যৌথ আয়োজনে গত ১৪ এপ্রিল সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে মাননীয় প্রধানমন্ত্রী’র উপহার হিসেবে তেরখাদা উপজেলায় জনশুমারী ও গৃহ গণনা ২০২১ প্রকল্পে ব্যবহৃত ট্যাবলেট (ট্যাব) উপজেলার ১৫টি এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মেধাবি শিক্ষার্থীদের মাঝে বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুম কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম ও উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, প্রধান শিক্ষক হোসনেয়ারা চম্পা, প্রধান শিক্ষক মোঃ ইকরাম হোসেন জমাদ্দার। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান মেধাবি শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা ।