তেরখাদা প্রতিনিধি : উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি বাজারের অদূরে পদ্মবিলাশ নামে একটি ফাস্টফুডের দোকানে অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমান মেয়াদোত্তীর্ণ এবং খাবার অনুপোযোগী বনরুটি, কোমলপানীয়সহ মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাবার সামগ্রী উদ্ধার করেন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে পদ্মবিলাশের মালিককে ১২হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও তিনি বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের ভেজাল পণ্য এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার জন্য সতর্ক করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন এক শ্রেনির অসাধু ব্যবসায়ীরা প্রতিনিয়ত ভেজার খাদ্য সামগ্রী বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করছে। তিনি বলেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত