
তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান রোববার দুপুর ১টার দিকে তেরখাদা সদরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সালমান ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। ডায়াগনস্টিক সেন্টারে বৈধ কাগজপত্র না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান ডায়াগনস্টিক সেন্টারের মালিক আলমগীর মৃধা (৩৮) কে প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর মোবাইল কোর্টে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং একই অভিযোগে সালমান ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করেন। এলাকাবাসীর অভিযোগ, সালমান ডায়াগনস্টিকসহ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে বৈধ কোনো কাগজপত্র নেই। প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি অপারেশন থিয়েটারে নেই পর্যাপ্ত যন্ত্রপাতি, নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। নানাবিধ সমস্যা নিয়ে চলছে এসব ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টার। এদের বিরূদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট এলাকাবাসী প্রশাসনের সুদৃৃষ্টি কামনা করেন।

