
তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী ১২ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে তেরখাদা সদরের তেরখাদা দক্ষিণ পাড়ায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। তিনি বিশ্বস্ত সূত্রে জানতে পারেন তেরখাদা দক্ষিণ পাড়া নিবাসী মোঃ দেলোয়ার সরদার তার স্কুল পড়ুয়া কন্যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন। তার কন্যার বয়স পূর্ণ না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাল্যবিবাহ নিরোধ আইনে তাকে ১০হাজার টাকা জরিমানা করেছেন। কোর্ট পরিচালনার সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।