
তেরখাদা প্রতিনিধি : উপজেলার পশ্চিম কাটেঙ্গা গ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা হাজী সাইদুর রহমান শনিবার ভোর সাড়ে ৪টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। শনিবার বিকেল ৪টায় বীর মুক্তিযোদ্ধা মরহুম সাইদুর রহমানকে সালাম প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া সুলতানা এ্যানি সংগীয় পুলিশ অফিসার ফোর্স নিয়ে সালাম প্রদান করেন। এ সময় উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়েরসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন আলেম ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাদ আসর পশ্চিম কাটেঙ্গা ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা সম্পন্ন হয়।