
তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলার পশ্চিম কাটেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩দিন ব্যাপী ৮ দলীয় শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শেখ ইউনুস শেখ সভায় সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং খুলনা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ রেজভী আলম (রিজভী)। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মোঃ আবুল বাশার মুসাল্লী, মোঃ শফিক ফকির, মোঃ মশিউর রহমান মুকুল, মোঃ হারুন গাজী, মোঃ রহমত ফকির, মোঃ আকবার শেখ, মোঃ আব্বাস শেখ ও মোঃ জিবুল শিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন বারাসাত ইউনিয়ন পরিষদের সদস্য খান মোঃ জাহিদুর রহমান।