তেরখাদা প্রতিনিধি : খুলনা-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা মোঃ রেজভী আলম (রিজভী) গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তেরখাদার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি আজগড়া, শেখপুরাসহ তেরখাদার বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী এবং বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। তিনি রূপসা ও তেরখাদার সীমান্তবর্তী আনন্দ নগর এলাকায় একটি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি শেখপুরা বাজারের প্রতিটা দোকানীর সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে তিনি তেরখাদার মধুপুর এলাকার লোকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় ও গণসংযোগকালে তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা জনগণের সামনে তুলে ধরেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত