
তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলার পাতলা গ্রামে নওশের শেখ(৬৫) নামে এক ব্যক্তি শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটেছে। পুলিশ জানায়, গত ৭ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে জমাজমি সংক্রান্ত বিরোধের ধরে পাতলা গ্রামে একই পরিবারের আপন ভাইদের মধ্যে বচসা হয়। একপর্যায়ে হাতাহাতি হয়। এতে অন্য দুই ভাইয়ের হাতে নওশের শেখ আহত হয়। পরবর্তীতে নওসের শেখ চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে গ্রেফতার করেছে। নওশের শেখের উচ্চ মাত্রায় ডায়াবেটিস ছিলো বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আপন ভাইদের মধ্যে বিরোধ চলে আসছে। হাতাহাতির ঘটনাও ঘটে। তিনি বলেন এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। থানায় নিয়মিত মামলা হয়েছে।