তেরখাদা প্রতিনিধি : তেরখাদা আনসার ভিডিপির আয়োজনে উপজেলার আটলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ১০ দিনব্যাপী অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপনী গত বৃহস্পতিবার দুপুর ২টায় অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি। বিশেষ অতিথি ছিলেন তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্যা সাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ মোঃ মনিরুজ্জামান, রাজু আহমেদ। এছাড়া ইউনিয়ন দলনেতা-দলনেত্রী ও আনসার কমান্ডাররা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র, ভাতা ও পুরষ্কার বিতরণ করা হয়। ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট সাইফুদ্দিন। প্রশিক্ষণ পরিচালনা করেন মোঃ জাহাঙ্গীর আলম।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত