
তেরখাদা প্রতিনিধি : তেরখাদার আজগড়া ক্যাম্প পুলিশ গত ১২ এপ্রিল রাত পোনে ৯টার দিকে ৮শ’ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, আজগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোঃ শাহীন কাদির ক্যাম্পের অদূরে চেক পোস্ট বসিয়ে দুই মটর সাইকেল আরোহীকে চ্যালেঞ্জ করেন। এক পর্যায়ে মটর সাইকেল আরোহী রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের যুগিহাটী গ্রামের সোলাইমান শেখের পুত্র মোঃ শামীম শেখ (৪৫) ও একই উপজেলার দেয়াড়া গ্রামের মৃত মোস্তাক বিশ্বাসের পুত্র মিলন বিশ্বাস (৪০) এর নিকট থেকে ৮শ’ গ্রাম গাঁজাসহ উদ্ধার করেন এবং তাদের গ্রেফতার করেন। এস আই শাহীন কাদির জানান, গ্রেফতারকৃতরা গাঁজা নিয়ে মটর সাইকেল যোগে সেনেরবাজার অভিমূখে যাচ্ছিল। গোপন সংবাদ পেয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তেরখাদা থানায় মামলা হয়েছে। শাহীন কাদির জানান, এরা মাদক ব্যবসায়ী এবং সেবনকারী। এদের রয়েছে মাদকের সিন্ডিকেট। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।