
তেরখাদা প্রতিনিধি : উপজেলার কাটেঙ্গা গ্রামে আবারও ঝুপির কোপে বুধবার দুপুরের দিকে এস্কেন মোল্যার পুত্র আশিক মোল্যা(২২) নামে একজন আহত হয়েছে। জানা গেছে, দুপুর ১২টার দিকে আশিক মোল্যা তাদের বাড়ির পাশে রাস্তার উপর একটি দোকানের সামনে বসেছিলো। এ সময় ৪/৫জন অস্ত্রধারী তাকে চারদিক দিয়ে ঘিরে ফেলে এবং তাদের হাতে থাকা ঝুপি দিয়ে আশিক মোল্যার ডান হাতের বাহুতে কোপায়। গুরুতর আহত আশিককে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তাররা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এর বেশ কিছু দিন আগে একই এলাকায় ঝুপির কোপে কয়েকজন গুরুতর আহত হয়।