তেরখাদা প্রতিনিধি : গত ৯ জানুয়ারি রাত ১১টার দিকে উপজেলার পাতলা গ্রামের প্রাক্তন চেয়ারম্যান মৃত নলিনী রঞ্জন বিশ্বাসের পুত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. সৌরেন বিশ্বাস (৮৫) ব্রেইন স্ট্রোক করে খুলনার একটি হাসপাতালে পরোলোক গমন করেছেন। ১০ জানুয়ারি দুপুর ১টার দিকে তার বাবা মায়ের পাশে দাহ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ সময় খুলনা মহানগর যুবলীগের সভাপতি মোঃ সফিকুর রহমান পলাশসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত