তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলার অভ্যন্তরে বিভিন্ন ছোটো ছোটো সড়কে চলাচলকারী অবৈধ সিএনজি, টলি ও নসিমন বে-পরোয়া গতিতে চলাচলের ফলে প্রতিনিয়ত ঘটছে ছোটো বড় অসংখ্য দুর্ঘটনা। অবৈধ এসব যানবানের বে-পরোয়া গতির কারণে যাত্রী সাধারণ, পথচারী, সড়কের পাশে বসবাসকারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বাড়ছে জীবনের ঝুঁকি। অদক্ষ চালকদের বে-পরোয়া গতিতে চালানোর কারণে সড়কের যেখানে সেখানে যাত্রী নিয়ে উল্টে পড়ছে এই সব অবৈধ যন্ত্রদানব। অপরদিকে মাল বোঝাই টলি নসিমন ইট, বালি, সিমন্টে, কাঠ নিয়ে পড়ছে খালে, নর্দমায়। একদিকে টলি নসিমন অপরদিকে সাধারণ মানুষের অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে। অপ্রাপ্ত বয়স্ক চালক এবং লাইসেন্স বিহীন অদক্ষ চালক দ্বারা নিয়ন্ত্রিত এসব যন্ত্র দানব কাউকেই ছাড় দেয় না। এদের বেপরোয়া চালানোর কারেণ দুর্ঘটনায় কবলিত হয়ে অনেকে আহত হচ্ছে, অনেকে পঙ্গুত্ব বরণ করছে। তেরখাদা-খুলনাসহ তেরখাদা উপজেলার অভ্যন্তরে বিভিন্ন সড়কে প্রতিনিয়ত চালানো হচ্ছে এসব ভটভটি, নসিমন, টলি ও সিএনজি। দ্রুত চালানোর কারণে চালকরা নিয়ন্ত্রণ হারাচ্ছে। এরা কোনো কোনো সময় মাত্রাতিরিক্ত যাত্রী এবং মালামাল নিয়ে নিয়ন্ত্রণহীন ভাবে চালায়। বেপরোয়া গতিতে চালানোর কারণে প্রতিনিয়ত বিভিন্ন সড়কের বিভিন্ন স্থানে ঘটছে অগণিত দুর্ঘটনা। সড়কের বিভিন্ন স্থানে অসমতল এবং অসংখ্য বাঁক। অসংখ্য খানা খন্দকও রয়েছে। সময়ে অসময়ে সড়কের পাশে বসে থাকে শিশু,কিশোর,যুবক, বৃদ্ধসহ সকল শ্রেণির মানুষ। তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা পায়ে হেটে সড়কের বিভিন্ন স্থানে সকাল বিকেল যাতায়াত করে। সড়কে পায়ে হেটে চলাচল করার সময় পথচারীদের পড়তে হয় চরম বিপাকে। পথচারীরা নিরাপদ দুরত্ব বজায় রেখে চলাচল করলেও অদক্ষ চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এদের খামখেয়ালীপনার কারণে ছোটো বড় অসংখ্য দুর্ঘটনা একের পর এক ঘটেই যাচ্ছে। লাইসেন্স বিহীন এবং অপ্রাপ্ত বয়স্ক অদক্ষ চালক দ্বারা টলি নসিমন এবং সিএনজি না চালানোর জন্য এলাকার সচেতন মহল পদক্ষেপ নেয়ার জন্য প্রশানের সুদৃষ্টি কামনা করেছেন। এ বিষয়টি নিয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় উত্থাপিত হলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি আজও। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ শহীদুল্লাহ ও থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।