রোববার সকাল থেকে শন্তিপূর্ণভাবে তেরখাদা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জানা যায়, শুধুমাত্র তেরখাদার ছাগলাদাহ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
তার আগের রাতে ৩ নং মধুপুর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় নৌকা প্রতীকের সমর্থক বাবুল শিকদার (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান। এখবর ছড়িয়ে পড়লে গোটা উপজেলায় আতঙ্কিত হয় ভোটাররা। তবে প্রশাসন কঠোর অবস্থানে থাকায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
তেরখাদায় ৫টিতে আওয়ামী লীগ ও ১টিতে স্বতন্ত্র জয়ী
Leave a comment