তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সকাল ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ জান্নাতুল ফেরদৌসী মিমির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান নাজমা খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ঋতু বিশ্বাস, ডাঃ অনিক কুন্ডু, ডাঃ হারুণ-অর-রশীদ, ডাঃ মৈত্রী বিশ্বাস, প্রাণি সম্পদ সম্প্রসারণ অফিসার প্রফুল্ল কুমার মালাকার, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম মফিজুল ইসলাম জুম্মান, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা মিনা খান।