তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলার বিভিন্ন সড়কে জরাজীর্ণ পুল, কালভার্টের রেলিং না থাকায় যানবহন ও জনসাধারণ চলাচলে ঝুঁকি বাড়ছে। তেরখাদা উপজেলার প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন সড়কের উপর পুল কালভার্ট নির্মাণ করা হয়েছে যা সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন জীবনের ঝুঁিক নিয়ে জন সাধারণ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছে। বর্ষা মৌসুমে সড়কের দুই পাশে কাঁচা কাঁদায় পরিপূর্ণ হয়ে যায়। এ সময় প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটে। এসব সড়কের বহু স্থানে খালের উপর জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ কালভার্ট, পুল রয়েছে। মেরামত/সংস্কার করা না হলে যে কোনো মূহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। সরেজমিনে পরিদর্শনে জানা যায়, জয়সেনা- গাজিরহাট সড়কের বিভিন্ন স্থানে ছোট খাট ভাঙ্গণ লেগে আছে। এসব স্পট সনাক্ত করে অবিলম্বে পাইলিং এর মাধ্যমে সম্প্রসরাণ করা জরুরী হয়ে পড়েছে। সড়কটি অতি সরু ও আকাবাঁকা। সড়কের দুইপাশে সামান্য জায়গা আছে যেখানে বর্ষা মৌসুমে কাঁচা কাঁদায় পরিপূর্ণ হয়ে যায়। একটি গাড়ী অপর গাড়ীকে পাশ কাটাতে গেলে চাকা কাচাঁ কাঁদায় দেবে যায়। অনেক সময় চাকা পিচ্ছিল খেয়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটে। ঝুঁিঁঁক নিয়ে বিভিন্ন যানবহন ও মালবাহী গাড়ী চলাচল করে। বছরের পর বছর ধরে সড়কে চলাচলকারী যাত্রী সাধারণ ধুকে ধুকে চলছে। অনেকের জীবন বিপন্ন হচ্ছে, অনেকে পঙ্গুত্ব বরণ করে অভিশপ্ত জীবন যাপন করছে। তেরখাদা উপজেলার বিভিন্ন ছোটো বড় জরাজীর্ণ খালের উপর নির্মিত কাঠের পুল, কালভার্ট পূনঃ মেরামত, বিধ্বস্ত রেলিং সংস্কার,সড়কের সরু স্থানে সম্প্রসারণ এবং খাল ও নর্দমার পাশে বিধ্বস্ত স্থানে পাইলিং করে উন্নয়ন ত্বরান্বিত করা দরকার। প্রতিটা সড়ক সংলগ্ন খালের উপর নির্মিত কাঠের পুল অথবা কালভার্টের উপর দিয়ে কোমলমতী শিশু সন্তানেরা বিদ্যালয়ে, মসজিদ, মাদ্রাসা কিংবা পাঠাগারে যাতায়াত করে। অনেক সময় কোমলমতী সন্তানেরা দুর্ঘটনায় কবলিত হয়। অনেক পুল আছে যার উপর দিয়ে কৃষকেরা ধান ও অন্যান্য ফসলাদি আনানেয়া করে। সকল প্রকার ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার বলে মনে করেন এলাকাকার সচেতন মহল।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত