তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। সভায় জুম আ্যাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) দেবাশীষ দাস, শেখ ওয়ালিদ ইবনে হাসান, মোঃ আব্দুল মান্নান আকন, ডাঃ মোঃ মিজানুর রহমান, অরিত্র সাহা, ইউপি চেয়ারম্যান যথাক্রমে এফ এম অহিদুজ্জামান, কে এম আলমগীর হোসেন, মোঃ বুলবুল আহমেদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ উজ্জ্বল শেখ, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, নাজমুল হক, মোঃ কামরুল ইসলাম, মোঃ শরীফুল ইসলাম, বিদ্যুত মল্লিক, মোঃ সোহেল রানা, এস এম বদরুল আলম বাদশা, এস এম মফিজুল ইসলাম জুম্মান, সৈয়দ তালহা আশরাফ, সাহেলা সুলতানা। সভায় এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত