
তেরখাদা প্রতিনিধি : তেরখাদা এনডিডি ও প্রতিবন্ধী বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান নিজ উদ্যোগে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কাভার্ড ভ্যান প্রদান করেন। বুধবার সকাল ১০টার দিকে বিদ্যালয় এর হলরুমে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, তেরখাদা সদর ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, মনিরুজ্জামান তরফদার ও এস এম মফিজুল ইসলাম জুম্মান। অনুষ্ঠানে অন্যান্যের বক্তৃতা করেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইমরান খান, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ মুজাহিদুল ইসলাম, সোনিয়া আক্তার, ময়না, দিবা শারমিন। পরে ইউএনও মোঃ আসাদুজ্জামান বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে কাভার্ড ভ্যান প্রদান দেন।