
বিজ্ঞপ্তি : গতকাল বিকাল ৪টায় তেরোখাদা উপজেলার ছাগলাদাহ বাজারে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মাকান্ডের চিত্র ঘরে-ঘরে পৌঁছে দিতে উন্নয়নমূলক কর্মকান্ডের হ্যান্ডবিল বিতরণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সদস্য পাপিয়া সরোয়ার শিউলি মো: জামিল খান, সরদার জাকির হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহাফুজুর রহমান সোহাগ, ইঞ্জি: বরকত হোসেন, মোঃ ইমরান হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়াম্যান এফ.এম মফিজুর রহমান, ফারুক আহম্মেদ, খান সেলিম আহম্মেদ, কে.এম সোহাগ, বিধান চন্দ্র রায়, তালিউর রহমান সানি, ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জল শেখ, রুকু সাকাতী, বদরুল আলম বাবর, এম.এম মিল্টন হোসেন মিলু, আলমোমিন লিটন, জহুর শেখ, আল আমিন এহসান, ইউপি সদস্য জাহিদ হাসান বাদশা, ফরহাদ মেম্বার, শেখ শামীম হাসান, রাশেদ সরোয়ার সুমন, লিংকন মিনা, মনিরুল ইসলাম মনি, কাজী বিপ্লব হোসেন, মাজহারুল আলম, মিলন হোসেন, রমজান হোসেন রিকি, মলিনা বেগম, তানভীর রহমান আকাশ, কাজী নাজিব, কবিরুল ইসলাম, আহসান আহম্মেদ পাভেল, আবু আহাদ বাবু, শেখ মো: হুসাইন আহম্মেদ, মোর্শেদ রিয়াদ, মো: ইসমইল মৃধা ইমন, সাজ্জাদ বাপ্পি, রায়হান কবির চঞ্চল, দুলাল শেখ, আজমল শেখ, টিটবুজ্জামান টিটব,মুকুল শেখ, তুহিন শেখ, রোকন উদ্দিন সাকাতী, মিলটন শেখ, সাফা খান, সজিব, অয়ন রহমতুল্লাহ প্রমুখ।